ঢাকা, ১১ সেপ্টেম্বর বৃহস্পতিবার, ২০২৫ || ২৬ ভাদ্র ১৪৩২
good-food
৩৩১

কৃষ্ণাঙ্গ হত্যা: আইসিসির ‘সাধারণ জ্ঞান’ 

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৭:৪৩ ১২ জুন ২০২০  

মাঠে ক্রিকেটাররা জর্জ ফ্লয়েড হত্যার প্রতিবাদ করলে ‘সাধারণ জ্ঞান ব্যবহার’ করবে আইসিসি। আন্তর্জাতিক ক্রিকেট কাইন্সিলের ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

করোনাভাইরাস মহামারিতে থমকে থাকার পর আগামী মাস থেকে ভেন্যুতে গড়াচ্ছে আন্তর্জাতিক ক্রিকেট। ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ সিরিজ দিয়ে ফের শুরু হচ্ছে খেলা। 

এর আগে সাবেক মার্কিন কৃষ্ণাঙ্গ বাস্কেটবল তারকা ফ্লয়েড হত্যার ঘটনায় উত্তাল গোটা বিশ্ব। গত ২৬ মে যুক্তরাষ্ট্রের মিনেপোলিশে তাকে গলা টিপে হত্যা করে এক শেতাঙ্গ পুলিশ। 

এর প্রতিবাদে ফুঁসে উঠেছেন সমাজের সর্বস্তরের মানুষ। একে একে তাতে শামিল হচ্ছেন ক্রীড়াবিদরা। ক্রিকেটাররাও চলমান এ আন্দোলনে জড়াতে পারেন বলে আশংকা করা হচ্ছে। 

সাধারণত কোনও রাজনৈতিক বিষয় থেকে খেলোয়াড়দের দূরে রাখার চেষ্টা করে আইসিসি। বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা জানিয়েছে, আমরা সবসময় বর্ণবাদের বিপক্ষে। এ খেলার বৈচিত্রতার জন্য গর্বিত আমরা। সমাজিক সাম্যতার প্রতি খেলোয়াড়দের সঠিক অভিমতের প্রতি আমাদের সমর্থন রয়েছে। এ সংক্রান্ত কোনও বিষয় সামনে এলে আমার সাধারণ বিবেচানর ভিত্তিতে সামাল দেয়ার চেষ্টা করি। পরিস্থিতি বিবেচনা করে ম্যাচ কর্মকর্তারা সিদ্ধান্ত দিয়ে থাকেন।

বর্তমানে ‘কৃষ্ণাঙ্গদের জীবনের বিষয়’ আন্দোলনের সমর্থনের সঙ্কেত হয়ে দাঁড়িয়েছে হাঁটু গেড়ে বসা। তবে ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক জেসন হোল্ডার বলেছেন, জুলাইয়ে ইংল্যান্ডের বিপক্ষে তিন টেস্টের সিরিজ শুরুর সময় তারা হাঁটু গেড়ে বসবেন কিনা, সেটি নিয়ে চিন্তাভাবনা করছেন।

গত নভেম্বরে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্টে দর্শকদের বর্ণবাদী আচরণের শিকার হন ইংলিশ ফাস্ট বোলার জোফরা আর্চার। অবশ্য চলতি বিক্ষোভে একাত্মতা প্রকাশে ক্রিকেটারদের আহ্বান জানিয়েছেন তিনি। সম্প্রতি ব্রিটিশ ট্যাবলয়েড পত্রিকা ডেইলি মেইলে নিজের কলামে এ আবেদন করেন ক্যারিবীয় বংশোদ্ভূত গতিদানব।

খেলাধুলা বিভাগের পাঠকপ্রিয় খবর